ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে চলমান ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচির ডাক

নিজস্ব সংবাদ

ফিলিস্তিনে চলমান ইসরাইলি নৃশংসতার প্রতিবাদ ও নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জনের পাশাপাশি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়াও জামায়াত, হেফাজতে ইসলাম, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন কর্মসূচির ডাক দিয়েছে। জামায়াত আজ গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

হেফাজতে ইসলাম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বাদ জোহর সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সমস্ত মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতাকে একযোগে বৈশ্বিক হরতাল পালনে শামিল হতে আহ্বান জানিয়েছে। এদিকে গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি সকাল সাড়ে ১০টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেবে। দুপুর ১২টায় প্রতিটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ পালন করবে ছাত্রদল।

এ ছাড়া ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘মার্চ ফর ফিলিস্তিন’-এর আহ্বানে আগামীকাল (আজ) ৭ই এপ্রিল বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ করার আহ্বান জানানো হচ্ছে।

কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকাল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল (আজ) সারা বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেয়ার আহ্বান রইলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে চলমান ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচির ডাক

আপডেট সময় ০২:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে চলমান ইসরাইলি নৃশংসতার প্রতিবাদ ও নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জনের পাশাপাশি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়াও জামায়াত, হেফাজতে ইসলাম, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন কর্মসূচির ডাক দিয়েছে। জামায়াত আজ গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

হেফাজতে ইসলাম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বাদ জোহর সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সমস্ত মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতাকে একযোগে বৈশ্বিক হরতাল পালনে শামিল হতে আহ্বান জানিয়েছে। এদিকে গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি সকাল সাড়ে ১০টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেবে। দুপুর ১২টায় প্রতিটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ পালন করবে ছাত্রদল।

এ ছাড়া ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘মার্চ ফর ফিলিস্তিন’-এর আহ্বানে আগামীকাল (আজ) ৭ই এপ্রিল বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ করার আহ্বান জানানো হচ্ছে।

কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকাল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল (আজ) সারা বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেয়ার আহ্বান রইলো।