ফের নির্বাচন মামা বাড়ির আবদার: ওবায়দুল কদের
নির্বাচনকালীন ‘নির্দলীয় সরকার ব্যবস্থা’ ফিরিয়ে নতুন করে নির্বাচনের দাবিকে ‘মামার বাড়ি আবদার’ বলে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর রোববার নিজে দপ্তরে বিএনপির দাবি-দাওয়া নিয়ে এক প্রশ্নে এ কথা বলেন সেতুমন্ত্রী।
উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বিএনপি নতুন করে নির্বাচন চায়’। জবাবে মন্ত্রি বলেন, “আবার নতুন করে নির্বাচন দেওয়ার দাবি…এটা মামা বাড়ির আবদারের মতো, এ ছাড়া আর কিছু না।”
আগের মেয়াদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো ওবায়দুল কাদের এবারও একই দায়িত্ব পেয়েছেন। নতুন সরকারের মেয়াদে রোববার প্রথমবারের মত কর্মস্থলে এলে ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তারা। এসময় বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখেন আমাদের সামনে বিভিন্ন বাধা বিপত্তি আসবে, আমরা জানি। বিদেশি চাপ সহ নানান ধরনের চাপ আসবে, আমাদের অর্থনীতিকে ক্ষুন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে হবে, এটাকে ভয় পেলে চলবে না। সাহস রাখতে হবে”
চাপ এখনও আছে কিনা জানতে চাইলে কাদের বলেন, “দেশি বিদেশি সব চাপ অতিক্রম হবে, আমরা আত্মশক্তিতে বলীয়ান। আমাদের মুল শক্তি আমাদের দেশের জনগণ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারে বারেই বলেছেন চাপ বিদেশ থেকেও আছে, দেশে তো আছেই। কিন্তু আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ।
চাপ এখনও আছে কিনা জানতে চাইলে কাদের বলেন, “দেশি বিদেশি সব চাপ অতিক্রম হবে, আমরা আত্মশক্তিতে বলীয়ান। আমাদের মুল শক্তি হচ্ছে এ দেশের জনগণ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন বিদেশি চাপ থাকবেই, দেশে তো আছেই। কিন্তু আমরা সেগুলো কে অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তির মুল উৎস বাংলাদেশের জনগণ।
বিরোধী দলের প্রতি কী বার্তা থাকছে- এ প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, “এই দেশটা আমাদের সকলের, ক্ষমতায় আছি বলে দেশে শুধু আওয়ামী লীগ আছে বিষয়টা তা না। দেশের সবারই শুভবোধ উদয় হওয়া দরকার, ষড়যন্ত্র দেশটাকে উন্নত করার পন্থা নয়। দেশটাকে ভালোবাসতে হবে, গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে।