বিএনপির ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি শরীয়তপুরে
বিএনপি ও সমমনাদের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি শরীয়তপুরে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলা সদরের শরীয়তপুর ঢাকা মহাসড়কের যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাট-বাজার ও মার্কেটগুলোও আগের মতোই কর্মমুখর রয়েছে। দোকানী ও যানবাহন চালকদের সাথে কথা বলে জানাগেছে অনেকে জানেই না বিএনপি ও সমমনা দলগুলো কি দাবিতে হরতাল ডেকেছে।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বাসস’কে বলেন, এ দেশের মানুষ এখন আর অহেতুক হরতাল অবরোধের কোন কর্মসূচি সমর্থন করেনা। এসব কর্মসূচি দিয়ে যাতে কাজ-কর্ম ব্যহত করতে না পারে সেই বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি
ট্যাগস :