বিএনপির বিভাগীয় সমাবেশে জনতার ঢল -খুলনা
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে উপলক্ষ করে খুলনার শিববাড়িতে বিএনপির বিভাগীয় সমাবেশ। আওয়ামী সরকারের পতনের পর নির্বিঘ্নে সমাবেশের আয়োজন করতে পারায় নেতা-কর্মীদের ঢল নেমেছে।
নগরীর প্রতিটি ওয়ার্ড ও থানাসহ আশপাশের একাধিক জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো শিববাড়ি এলাকা। তীব্র রোদ উপেক্ষা করে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাড. এস এম শফিকুল আলম মনা।
ট্যাগস :