বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার গাড়ি বহরে ভাঙচুর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাহালু-নন্দগ্রাম এলাকার স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল সাড়ে চার টায় সময় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের তিনদিঘী নামক বাজারের পাশে।
জানা গেছে প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা তার কর্মীদের নিয়ে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষ্যাতের জন্য তিনদিঘী বাজারে যাবার প্রাক্কালে অতর্কিতভাবে দুর্বৃত্তরা লাঠি সোটা নিয়ে তার গাড়ি আটকিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনার পর ডা. জিয়াউল হক মোল্লা অভিযোগ করার জন্য কাহালু থানায় আসেন।
এ বিষয়ে ডা. জিয়াউল হক মোল্লা সাথে কথা বলা হলে তিনি বলেন কালাই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালায়। তিনি এ বিষয়ে থানায় মামলা করবেন বলে জানান।
ট্যাগস :