বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সাঘাটায় মোমবাতি প্রজ্বলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধার সাঘাটায় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।গত কাল শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে এর আয়োজন করা হয়।
প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নীরবতা ও শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে একটি র্যালী সাঘাটবাজার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিন শেষে গোল চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম ( সৌরভ) মুরাদ, সৌরভ, ফাহিম, সাগর, হাসিব,বিপ্লব, মমিন, সবুজ, তারেক, আরো ও বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা বলেন,আজকে বাংলাদেশের নতুন করে স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে,তার অবদান আমরা কখনোই ভুলব না, আর ভুলার মত নয়। শুধু সারা বাংলাদেশ নয়, বিশ্ববাসী মনে রাখবে। তাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আবারও নতুন ভাবে গড়ব সবাইকে নিয়ে।
যেখানে কোনো অনিয়ম বৈষম্য থাকবে না। আমরা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ দেখেনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলন দেখেছি । আমাদের জন্য জীবন উৎসর্গকারী এই বীরদের আমরা আজীবন স্মরণ করব,সম্মান জানাবো।
ট্যাগস :