ভারতের বদলার অপেক্ষায় আহমেদাবাদ
২০০৩ সালে জোহানেসবার্গে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত, ২০ বছর পর আহমেদাবাদে ট্রফির লড়াইয়ে আবার মুখোমুখি দুই দল।
মাঠের মূল ফটকের বাইরে শত শত মানুষের ভীড়। রাস্তার ধারে সারি দোকান সাজিয়ে বসেছে হকাররা। ভারতের জার্সি, পতাকা, ক্যাপ-হ্যাট বিক্রি হচ্ছে দেদার। মনে হচ্ছে যেন, ম্যাচেরই দিন। আদতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের দুই দিন আগের টুকরো টুকরো ছবি এসব। ভারতের নামে নানা স্লোগান দিচ্ছিলেন অনেকে। মাঠে সচরাচর যেসব শোনা যায়, সেসব স্লোগান তো আছেই। একজন গলা ফাটিয়ে চিৎকার করলেন, “বাদলা লেঙ্গে হাম…।”
একটু কৌতূহলি হতেই হলো, কিসের বদলা নিতে চান তিনি! কাছে গিয়ে জানা গেল, তার নাম হানিশ চকসি। কেন তার প্রতিশোধের রক্ত টগবগ করে ফুটছে, সেটিও শোনালেন স্থানীয় এই ব্যবসায়ী।
“২০০৩ বিশ্বকাপের ফাইনালে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম। তখন আমি স্কুলের ছাত্র ছিলাম, আবেগ ছিল অন্যরকম। ফাইনালে হারার পর আমি কেঁদেছিলাম। এবার আমরা ফাইনালে ওঠার পরই খুব করে চাচ্ছিলাম যেন অস্ট্রেলিয়াকে পাই। এবার আমরা ওদেরকে উচিত শিক্ষা দেব।”
২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌরভ গাঙ্গুলি, সাচিন টেন্ডুলকার, ভিরেন্দার শেবাগদের ভারত। যথারীতি প্রত্যাশা ছিল তাদের উত্তুঙ্গ। কিন্তু জোহানেসবার্গে রিকি পন্টিংয়ের দলের অসাধারণ ক্রিকেট আর চেনা পেশাদারিত্বে পিষ্ট হয়েছিল ভারতীয়দের স্বপ্ন।