আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহীদ স্মরণে দেশবার্তা টুয়েন্টিফোর নিউজের পুষ্পস্তবক অর্পণ
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলার ইতিহাসে গৌরবোজ্জ্বল ও স্মৃতিবিজড়িত দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (২১ ফেব্রুয়ারি) বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকাতে আন্দোলনরত ছাত্রদের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে অনেক ছাত্রনেতা নিহত হন। যাদের মধ্যে রফিক, শফিউর, বরকত সালাম, জব্বারসহ অনেকেই প্রাণ হারান। এই দিনটিকে বাঙালির জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে সকল ভাষা শহীদদের।
সকাল সাড়ে সাত ঘটিকায় ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বহুল প্রচারিত অনলাইন পত্রিকা দেশবার্তা টুয়েন্টিফোর নিউজ ডটকম। র্যালি ও পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় জাতির সূর্য সন্তানদের।
র্যালিটি সম্পাদকীয় কার্যালয় হতে বড় কালীবাড়ি রোড ও ভিক্টোরিয়া রোড হয়ে রোড নিরালা মোর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশবার্তা টুয়েন্টিফোর নিউজ ডটকমের সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নিউজ প্রধান ফজলুল করিম খান, সিনিয়র স্টাফ রিপোর্টার মির্জা শাহজাহান, স্টাফ রিপোর্টার তৌফিকা এলাহি, নিজস্ব প্রতিবেদক মোঃ পাপ্পুসহ অনেকেই।
পুষ্পস্তবক অর্পণ শেষে টাঙ্গাইল পৌর উদ্যানে একুশে বইমেলা প্রাঙ্গন পরিদর্শন করা হয়।