ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মূল সাবজেক্ট বাদ দিয়ে চলে যান হাজার মাইল দূরে : ওবায়দুল কাদের

নিজস্ব সংবাদ

সাংবাদিকরা অনেক সময় মূল সাবজেক্ট থেকে ১ হাজার মাইল দূরে চলে যান, এটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১০ জুন) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, রোববার (৯ জুন) আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি নিয়ে কথা বলেছিলাম। একটা শব্দও নেই প্লাটিনাম জুবিলি নিয়ে আপনারা বেনজীর ও আজিজ, নিয়ে লিখলেন। গতকালেই প্রথম না, আগেও দেখেছি। তারেক রহমানের দুর্নীতির কথা বললে সেটি আসে না।

আক্ষেপের পাশাপাশি কিছুটা ব্যালান্সও করেন তিনি। বলেন, মিডিয়ায় অনেক প্রতিভাবান সাংবাদিক রয়েছে।

তিনি আরও বলেন, আজকের বৈঠকের বিষয় ছিল প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে সফল করা যায়। সবাই এসে আলোচনা করেছেন, বিভিন্ন জায়গায় সাজসজ্জার মাধ্যমে উৎসব উদযাপন করব। সংসদ সদস্য ও মেয়রদের ডেকেছি, সর্বাঙ্গীণ সুন্দর একটা অনুষ্ঠান করব। ডিজিটালের পর এখন আমরা স্মার্ট বাংলাদেশের জন্য প্রস্তুত হচ্ছি সেই সময় আমাদের হিরক জয়ন্তী।

আইইবি থেকে পল্লবী পর্যন্ত ২১ জুন র‌্যালি থাকবে। আর ২৩ জুন বঙ্গবন্ধুর ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও কালচারাল আয়োজন থাকবে। এছাড়া উত্তরের মেয়র হাতিরঝিল, ধানমন্ডির সংসদ রবীন্দ্র সরোবরে আয়োজন করবেন। ঢাকায় সাইকেল র‌্যালি হবে, নৌকাবাইচ হবে। এতে বিদেশি কূটনীতিক ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, সেখানে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরে বিস্তারিত জানাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
৩৯ বার পড়া হয়েছে

মূল সাবজেক্ট বাদ দিয়ে চলে যান হাজার মাইল দূরে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

সাংবাদিকরা অনেক সময় মূল সাবজেক্ট থেকে ১ হাজার মাইল দূরে চলে যান, এটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১০ জুন) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, রোববার (৯ জুন) আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি নিয়ে কথা বলেছিলাম। একটা শব্দও নেই প্লাটিনাম জুবিলি নিয়ে আপনারা বেনজীর ও আজিজ, নিয়ে লিখলেন। গতকালেই প্রথম না, আগেও দেখেছি। তারেক রহমানের দুর্নীতির কথা বললে সেটি আসে না।

আক্ষেপের পাশাপাশি কিছুটা ব্যালান্সও করেন তিনি। বলেন, মিডিয়ায় অনেক প্রতিভাবান সাংবাদিক রয়েছে।

তিনি আরও বলেন, আজকের বৈঠকের বিষয় ছিল প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে সফল করা যায়। সবাই এসে আলোচনা করেছেন, বিভিন্ন জায়গায় সাজসজ্জার মাধ্যমে উৎসব উদযাপন করব। সংসদ সদস্য ও মেয়রদের ডেকেছি, সর্বাঙ্গীণ সুন্দর একটা অনুষ্ঠান করব। ডিজিটালের পর এখন আমরা স্মার্ট বাংলাদেশের জন্য প্রস্তুত হচ্ছি সেই সময় আমাদের হিরক জয়ন্তী।

আইইবি থেকে পল্লবী পর্যন্ত ২১ জুন র‌্যালি থাকবে। আর ২৩ জুন বঙ্গবন্ধুর ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও কালচারাল আয়োজন থাকবে। এছাড়া উত্তরের মেয়র হাতিরঝিল, ধানমন্ডির সংসদ রবীন্দ্র সরোবরে আয়োজন করবেন। ঢাকায় সাইকেল র‌্যালি হবে, নৌকাবাইচ হবে। এতে বিদেশি কূটনীতিক ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, সেখানে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরে বিস্তারিত জানাবেন।