রাবিতে জেসিআই’র চিত্রকর্ম প্রদর্শনী
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) রাজশাহী চ্যাপ্টার এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রিয়েল স্টার সোসাইটি যৌথভাবে এক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (RUCC)। রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেড প্রদর্শনীর টাইটেল স্পন্সর হিসেবে ছিল।
আকর্ষণ হিসেবে ছিল প্রদর্শনীর পাশাপাশি বিশেষ সম্প্রতি পঞ্চম বিমুর্ত ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ইন্টেনসিবল কালচারাল হেরিটেজ অফ হিউমিনিটি তালিকায় স্থান পাওয়া রিক্সাচিত্র লাইভ আর্ট। এছাড়াও তরুণ ও যুবক চিত্রশিল্পীদের জমা দেওয়া শতাধিক শিল্পকর্ম থেকে সেরা ত্রিশটি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে বিচারক হিসেবে রাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী নেতৃত্বে বিশেষজ্ঞ বিচারক প্যানেল গঠন করা হয়।
সেরা ৩ জন বিজয়ী শিল্পীকে পুরস্কৃত করা হয় ২৫,০০০ টাকা। প্রথম স্থান অধিকার করেছেন প্রকাশ চন্দ্র রায়, দ্বিতীয় ইশরাক রাফি তাসফি এবং তৃতীয় নিলাদ্রী শেখর রায়। এছাড়াও স্পেশাল মেনশন অধিকার করেন ইশরাক রাফি তাসফি। বিশিষ্ট চিত্রশিল্পী এ কে এম হাসান ইমাম রাসেলকে প্রদান করা হয় সম্মান সূচক পুরষ্কার ‘স্পেশাল রিকগনিশন’। সকল অংশগ্রহণকারীকে প্রদাণ করা হয় সনদপত্র এবং শুভেচ্ছা উপহার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি জনাব বিজয় বসাক, বিপিএম, বিপিএম (বার) এবং
এছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম মাসউদ, রিয়েল স্টার সোসাইটির জেনারেল সেক্রেটারি ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম অধ্যাপক ড. রুকসানা বেগম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, অধ্যাপক স্বপ্নীল রহমান।
উল্লেখ্য, জেসিআই রাজশাহী চ্যাপ্টারের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ শাওন এর সভাপতিত্বে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।