ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার  ৯১ শতাংশ 

মইনুল ইসলাম রাজু, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার (০৬ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত মোট চার শিফটে এ পরীক্ষা সম্পন্ন হয়৷ এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ৭৮৫ জন৷

আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয় , ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়  প্রথম শিফট , দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে  নিবন্ধিত পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং চতুর্থ শিফটে   ১৮ হাজার ৬৯৭ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজকে সুষ্ঠুভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ এতে কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ আশা করি, অন্য দুই ইউনিটের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো৷ তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী ভর্তি পরীক্ষার সার্বক্ষণিক নজরদারি করছেন৷

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (০৭ মার্চ) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে৷  ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে৷ চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মিলিয়ে বিশেষ কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৪৩৮ টি৷ এই আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০ টি৷ সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪২ জন ভর্তিচ্ছু৷

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
১০২ বার পড়া হয়েছে

রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার  ৯১ শতাংশ 

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার (০৬ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত মোট চার শিফটে এ পরীক্ষা সম্পন্ন হয়৷ এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ৭৮৫ জন৷

আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয় , ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়  প্রথম শিফট , দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে  নিবন্ধিত পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং চতুর্থ শিফটে   ১৮ হাজার ৬৯৭ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজকে সুষ্ঠুভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ এতে কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ আশা করি, অন্য দুই ইউনিটের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো৷ তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী ভর্তি পরীক্ষার সার্বক্ষণিক নজরদারি করছেন৷

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (০৭ মার্চ) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে৷  ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে৷ চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মিলিয়ে বিশেষ কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৪৩৮ টি৷ এই আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০ টি৷ সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪২ জন ভর্তিচ্ছু৷