শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন খুলনা সিটি মেয়র
খুলনা ১২ নং ওয়ার্ডে ১৫০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মহানগরীর ১২ নং ওয়ার্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এছাড়াও কাউন্সিলর মাস্টার শফিকুল আলমের উদ্যোগে ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুজনকে বেছে নিয়ে একটি সেলাই মেশিন ও একটি রিক্সা উপহার দেন খুলনা সিটি মেয়র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন খুলনা ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাস্টার শফিকুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর খাদিজা সুলতানা সোনালী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
কম্বল বিতরণ কার্যক্রম শেষে সিটি মেয়র ওয়ার্ড কমিশনার মাস্টার শফিকুল আলম ও মহিলা কাউন্সিলর খাদিজা সুলতানা সোনালী এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে একই ওয়ার্ডের দুইটি সাবমারসিবল পাম্প উদ্বোধন করেন।