শেখ হাসিনা ভিসা বিধি নিষেধের কোনো পরোয়া করে না- ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেননি, তারা প্রতিদিন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন।
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বর্জনকারীরা এখনো নিষ্ক্রিয় হয়ে যায়নি। তারা নতুন পরিকল্পনা করা শুরু করেছে।তারা নতুন করে ষড়যন্ত্র পাকাচ্ছে। এ সরকার যেন কিছুতেই থাকতে না পারে। তারা আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। কিন্তু তারা জানে না শেখ হাসিনা ভিসা বিধি নিষেধের কোনো পরোয়া করেন না।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে। সহিংসতা ও সন্ত্রাসবাদ কায়েম করতে চাইলে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।