ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
“সওজের জায়গা দখল করে অবৈধ স্হাপনা নিমাণের অভিযোগ “
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে হারুন মিয়ার বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নিমাণ করার অভিযোগ করেছেন সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর নেতৃবৃনদ।
শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক নাদিম আহমদ রুবেল।
সংবাদসম্মেলনে উল্লেখ করা হয় ফেঞ্চুগঞ্জ ফেরি ঘাট এলাকায় মাহমুদ উস সামাদ চৌধুরী চত্বরের পশ্চিম পাশে গাড়লি কোনা মৌজায় সরকারি জায়গায় অনুমতি নিয়ে দীর্ঘ দিন ধরে সিএনজি অটোরিকশা সটানড হিসেবে ব্যবহার করে আসছেন এ ব্যাপারে ভূমি খেকো হারুন মিয়াকে একাধিক বার মৌখিক ভাবে বাঁধা দিয়ে কোন সদুত্তর না পেয়ে এর প্রতিকার চেয়ে ২১ জানুয়ারি সওজের বরাবরে তারা আবেদন করেন। ২৩জানুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা নিবাহী কমকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দুটি লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদনের দৃশ্য মান কোন পদক্ষেপ না নেওয়ায় নিরুপায় হয়ে ২৪ জানুয়ারি ২০২৪ সিলেটের জেলা প্রশাসক বরাবরে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ও আবেদন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সিএনজি অটোরিকশা ৭০৭ সমিতির সভাপতি শেখ শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরছ, সহসভাপতি অমল কর, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন রাজু, সদস্য বুলু মিয়া, হেলাল আহমদ, জুমন মিয়া, শামসুল ইসলাম।