৪৮ আসনের বিপরীতে দেড় হাজারের অধিক প্রার্থী
সংরক্ষিত আসনের নির্বাচন উপলক্ষে এমপি হতে চান ১৫৪৯ জন নারী। প্রথম দিন ফর্ম বিক্রি হয়েছে ৮১০ টি, দ্বিতীয় দিন ৫২২ টি ফর্ম বিক্রি হয় এবং শেষের দিন ২১৭ টি মনোনয়ন ফরম বিক্রি করে। সংসদের ৫০ টি আসনের মধ্যে ৪৮ টি আসনে মনোনয়ন দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মোট সাত কোটি ৭ কোটি, ৭৪ লক্ষ, ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন তিন দিনে মোট ১৫৪৯ টি ফরম বিক্রি হয়েছে। ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সবাই সভাপতিত্ব করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই প্রার্থী চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য যে, একাদশ সংসদ নির্বাচনে সিট ছিল ৪৩ টি, যা এবার ৫টি যোগ হয়ে মোট ৪৮ টি হয়েছে। তিনি আরো বলেন আমরাই এদেশে একমাত্র রাজনৈতিক দল যারা গণতন্ত্রের কথা মুখে বলি না নিজেদের ঘরেও চর্চা করি।
 
																			 
								                                        









