ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৯ দফা দাবিতে ইবিতে ফের বিক্ষোভ, রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা

ওয়াসিফ আল আবরার, ইবি

 

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ ও গুলিবর্ষণের প্রতিবাদে ৯ দফা দাবিতে আজকেও রাজপথে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গ্রাফিতি অঙ্কন করে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করেন তারা।

 

শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক, পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে মেইন গেইটে সমবেত হয়। ঘন্টাখানেক সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন তারা।

 

মিছিলে একদফা একদাবি, শেখ হাসিনা কবে যাবি; শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়; দাবি এক দফা এক, শেখ হাসিনার পদত্যাগ; খুনি হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এছাড়াও শিক্ষার্থীদের হাতে ‘স্টপ ডিকটেটরশিপ, উই ওয়ান্ট জাস্টিস অফ জেনোসাইড, এই ফাল্গুনেই আমরা দ্বিগুণ হচ্ছি তবে জেলখানায় নয় রাজপথে, সেইভ বাংলাদেশী স্টুডেন্টস সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

 

সমাবেশে বক্তারা বলেন, আমরা সবসময় বলে এসেছি আমাদের ভাইদের লাশের ওপর দিয়ে কোন সংলাপ নয়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। আজকের মধ্যে ৯দফা দাবি মানা না হলে আগামীকাল থেকে একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। এই দেশের জনগণ সরকারকে কোনপ্রকার সাহায্য সহযোগিতা করবে না। অনতিবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গ্রাফিতি অঙ্কন করেন। তাতে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের ঘোষণা দিয়ে প্রধান ফটকে বাংলাদেশের জাতীয় পতাকা উড়াতে থাকেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
৯৬ বার পড়া হয়েছে

৯ দফা দাবিতে ইবিতে ফের বিক্ষোভ, রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা

আপডেট সময় ০২:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

 

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ ও গুলিবর্ষণের প্রতিবাদে ৯ দফা দাবিতে আজকেও রাজপথে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গ্রাফিতি অঙ্কন করে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করেন তারা।

 

শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক, পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে মেইন গেইটে সমবেত হয়। ঘন্টাখানেক সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন তারা।

 

মিছিলে একদফা একদাবি, শেখ হাসিনা কবে যাবি; শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়; দাবি এক দফা এক, শেখ হাসিনার পদত্যাগ; খুনি হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এছাড়াও শিক্ষার্থীদের হাতে ‘স্টপ ডিকটেটরশিপ, উই ওয়ান্ট জাস্টিস অফ জেনোসাইড, এই ফাল্গুনেই আমরা দ্বিগুণ হচ্ছি তবে জেলখানায় নয় রাজপথে, সেইভ বাংলাদেশী স্টুডেন্টস সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

 

সমাবেশে বক্তারা বলেন, আমরা সবসময় বলে এসেছি আমাদের ভাইদের লাশের ওপর দিয়ে কোন সংলাপ নয়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। আজকের মধ্যে ৯দফা দাবি মানা না হলে আগামীকাল থেকে একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। এই দেশের জনগণ সরকারকে কোনপ্রকার সাহায্য সহযোগিতা করবে না। অনতিবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গ্রাফিতি অঙ্কন করেন। তাতে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের ঘোষণা দিয়ে প্রধান ফটকে বাংলাদেশের জাতীয় পতাকা উড়াতে থাকেন।