চীন সমুদ্র থেকে ৩টি স্যাটেলাইট উৎক্ষেণ করেছে
চীন মঙ্গলবার তিনটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে পাঠিয়েছে। পরিকল্পনা অনুযায়ী তারা লং মার্চ-১১ নামের একটি পরিবহন রকেটের সাহায্যে এসব স্যাটেলাইট কক্ষপথে পাঠায়। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার স্থানীয় সময় সকাল ৬টা ৩৯ মিনিটে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং সমুদ্র উপকূল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
শিয়ান-২৪সি নামের এসব স্যাটেলাইট মূলত মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহার করা হবে।
খবরে আরো বলা হয়, এটি ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫০তম মিশন।
ট্যাগস :