সংসদ নির্বাচন: ওসি বদলিতে আরও ৩ দিন সময় দিল ইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে করতে পর্যায়ক্রমে বদলীর জন্য ৫ ডিসেম্বর থেকে ৩ দিন বৃদ্ধি করে ৮ ডিসেম্বর মধ্যে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। ইসির উপসচিব মো মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে,সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (OC) পর্যায়ক্রমে বদলীর প্রস্তাব নির্বাচন কমিশনে ০৫/১২/২০২৩ তারিখের পরিবর্তে ০৮/১২/২০২৩ খ্রি: তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে। উহা মহোদয়ের সদয় অবগতির জন্য অবহিত করা হলো।
চিঠিতে বলা হয়েছে,সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (OC) পর্যায়ক্রমে বদলীর প্রস্তাব নির্বাচন কমিশনে ০৫/১২/২০২৩ তারিখের পরিবর্তে ০৮/১২/২০২৩ খ্রি: তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে। উহা মহোদয়ের সদয় অবগতির জন্য অবহিত করা হলো।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই মন্ত্রণালয়কে সকল থানার ওসিকে এবং সকল ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলে। এক্ষেত্রে যে সকল থানার ওসির কার্যকাল ছয় মাস হয়েছে এবং যে সকল ইউএনও-এর কার্যকাল এক বছর হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলেছিল।এবারের সংসদ নির্বাচনে ২৯ টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।