সিদ্ধিরগঞ্জ থানায় নবাগত ওসি জনাব আবু বকর সিদ্দিক
নারায়ণগঞ্জ রাকিব হাসান সাগর। বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনে সারাদেশে তিনশ আটত্রিশ (৩৩৮) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে।
সেই অনুসারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব গোলাম মোস্তফাকে বন্দর থানায় বদলি করা হয়েছে।তার স্থানে নতুন ওসি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সদ্য বদলি হওয়া ওসি জনাব গোলাম মোস্তফা এবছর ১১ জানুয়ারি যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানায়। দীর্ঘ ১১ মাস দ্বায়িত্ব পালন শেষে তিনি একই জেলার বন্দর থানায় যোগদান করেন।
রোববার (১০ ডিসেম্বর) ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ রাত ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন সদ্য যোগদানকৃত জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)। একদিকে বন্দর থানায় সদ্য বিদায়ী ওসি (ডানে) জনাব গোলাম মোস্তফা
অপর দিকে এবং সিদ্ধিরগঞ্জ থানায় (বামে) অভিষিক্ত ওসি জনাব আবু বকর সিদ্দিক দুজন ওসির যুগল উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং সেই অভাবনীয় যুগল ছবি সাংবাদিক গণ পলক ক্যামেরার ফ্রেমে বন্দী করেন।