আশুলিয়া ও ধামরাইয় থেকে ফেনসিডিলসহ গ্রেফতার ৪
ঢাকার আশুলিয়া ও ধামরাই এলকার পৃথক স্থান থেকে ২৫১ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র্যাব-৪। এর আগে গতকাল রোববার (১৭ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- (১) ফরিদপুর জেলার সাইফুল ইসলাম সুমন(৩৪), (২) লালমনিরহাট জেলার মহিরউদ্দিন (২৪), (৩) রাজশাহী জেলার শিউলি বেগম(২৫) ও লালমনিরহাট জেলার ইতি বেগম(২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। গত ১৭ ডিসেম্বর বিকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লে, কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, মাদক কারবারির সময় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আরো কেউ জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে।