১লা জানুয়ারি ড. ইউনূসের মামলার রায় ঘোষণা
শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। রোববার রাতে যুক্তি তর্ক উপস্থাপন শেষে এ ঘোষণা দেন আদালত। এ সময় আদালতেই বসা ছিলেন ড. ইউনূস।
রোববার বেলা ১১ টা ৩৩ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তখন বিচারক বলেন, আজ যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন। ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শুনানি করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এদিন বেলা ১১ টা ১৮ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস তার আইনজীবীসহ আদালতে হাজির হন।
ট্যাগস :