ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে ড. নাসিরকে অব্যাহতি

আরাফাতুল হক চৌধুরী, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে বিষয়টি জানা যায়। 
এর আগে, গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে পহেলা জানুয়ারি থেকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। অর্থাৎ গতকাল থেকেই এটি কার্যকর হয়।
প্রসঙ্গত, ড. কাজী মো. নাসির উদ্দীন ২০১৯ সালের জুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পান। তার মেয়াদ গত ২০২১ সালের ২২ জুন শেষ হয়। তবে এরপর নতুন পরিচালক নিযুক্ত না করে আবার ড. নাসির উদ্দীনকেই ২০২১ সালের জুলাইয়ে পুনরায় অনির্দিষ্টকালের জন্য অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে বেশ কয়েকবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
১১৪ বার পড়া হয়েছে

জবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে ড. নাসিরকে অব্যাহতি

আপডেট সময় ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে বিষয়টি জানা যায়। 
এর আগে, গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে পহেলা জানুয়ারি থেকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। অর্থাৎ গতকাল থেকেই এটি কার্যকর হয়।
প্রসঙ্গত, ড. কাজী মো. নাসির উদ্দীন ২০১৯ সালের জুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পান। তার মেয়াদ গত ২০২১ সালের ২২ জুন শেষ হয়। তবে এরপর নতুন পরিচালক নিযুক্ত না করে আবার ড. নাসির উদ্দীনকেই ২০২১ সালের জুলাইয়ে পুনরায় অনির্দিষ্টকালের জন্য অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে বেশ কয়েকবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।