ধনবাড়ীতে শাহীন স্কুল কেন্দুয়া শাখার শুভ উদ্বোধন
বুধবার (৩ জানুয়ারি ২৪) ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে এক আনন্দপূর্ণ ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শাহীন স্কুল কেন্দুয়া বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়।
সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শাহীন স্কুল কেন্দুয়া শাখার শুভ উদ্বোধন করেন শাহীন স্কুলের প্রতিষ্ঠাতা ও শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
শাহীন স্কুল ধনবাড়ী শাখার সহকারী পরিচালক রোকনউজ্জামান এর সঞ্চালনায় মোঃ ওমর ফারুক শাখার পরিচালক ,শাহীন স্কুল ধনবাড়ী শাখা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
কেন্দুয়া বাজার এর নতুন শাহীন স্কুলটির শাখা পরিচালক হলেন আব্দুল্লাহ আল-মামুন ও রোকোন উজ্জামান ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের ২০২৪ শিক্ষাবর্ষের বই ও পুরস্কার বিতরণ করা হয়।
শাহীন স্কুলের প্রতিষ্ঠাতা ও শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বক্তব্যে বলেন, আধুনিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নবনির্মিত শাহীন স্কুল কেন্দুয়া শাখার ছাত্র- ছাত্রীদেরকে দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন।
তিনি এ সময় সর্বোচ্চ নিষ্ঠা ও নিবেদিতপ্রাণ হয়ে এ শিক্ষাঙ্গনকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে রূপান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি আদর্শগত শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য স্থানীয় এলাকাবাসীকে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
শাহীন স্কুল ধনবাড়ী শাখার শাখা পরিচালক মোঃ ওমর ফারুক তার স্বাগত বক্তব্যে বলেন , সন্তান আপনার, তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের, মনোরম পরিবেশে শাহীন স্কুল কেন্দুয়া শাখার আধুনিক সুবিধাদিসহ শিশু শ্রেণি থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত ১৯শ’ ছাত্র-ছাত্রী মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। নবনির্মিত এ শিক্ষা প্রতিষ্ঠান দেশের নিরক্ষরতা দূরীকরণ, দারিদ্র-বিমোচন, আর্থ-সামাজিক উন্নয়ন তথা দেশের টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে আশা করা হয়েছে।
উদ্বোধন অনষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহীন স্কুল ধনবাড়ী শাখা ও কেন্দুয়া বাজার শাখার শিক্ষক শিক্ষিকা , শাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল এর বিভিন্ন শাখার পরিচালক, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ রানা রনি, দপ্তর সম্পাদক রাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকবৃন্দ ।
ট্যাগস :