নাটোরের লালপুরে চলছে শেষ সময়ের নৌকার প্রচারণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এই নির্বাচনকে সামনে রেখে ব্যাপক আকারে নৌকার প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মী ও সমর্থকরা।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন নেতাকর্মীরা।
এ সময় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আলী, লালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিল উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা মতলেব আলী প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
ট্যাগস :