ঝিনাইদহ-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হলেন মিয়াজী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় ঝিনাইদহ ৩ আসনে এবার প্রার্থীদের জয়-পরাজয় থাকবে মেনে নিয়েই নির্বাচন করেছেন প্রার্থীরা।
৭ই জানুয়ারী (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপুর্ন পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়।
সকালের দিকে কোটচাঁদপুর ও মহেশপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে মানুষ আসতে থাকে। লম্বা লাইন দেখা না গেলেও মানুষ ভোট দিতে ভোটকেন্দ্রে আসে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছেন মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ),
স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করেছেন বর্তমান সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল, জাতীয় পাটির মনোনিত প্রার্থী লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করেছেন মোঃ আব্দুর রহমান।
উল্লেখ্য মহেশপুরে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ও কোটচাঁদপুর উপজেলায় ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঝিনাইদহ, ৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটারসংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ২৪ জন। যার মধ্যে পুরুষ ২ লক্ষ ৩৯ হাজার ৪৪ ও নারী ১ লক্ষ ৯৯ হাজার ২শ ৭৭ জন।
বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে। ঝিনাইদহ-৩ আসনে নৌকার প্রার্থী মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবঃ), ৫৭ হাজার ৫৩৭ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্দি বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল আজম খাঁন চঞ্চল ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ১৭৯ ভোট।
মোঃ আব্দুর রহমান নাঙ্গল প্রতিক ২১৯১ ভোট পেয়েছেন। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ ঈগল প্রতিক ৯৯৪ ভোট পেয়েছে।
প্রথম বারের মত ঝিনাইদহ ৩ আসনে নৌকার নতুন মাঝি হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী অবঃ।