ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খুলনা-৩ আসনের এসএম কামাল হোসেন

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

 

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খুলনা-৩ আসনের এসএম কামাল হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খুলনা-৩ আসনের এসএম কামাল হোসেন।

 

এসময় নব নির্বাচিত সংসদ সদস্য এসএম কামাল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন- আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন আমি আপনাদের এ ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তবে এইটুকু চেষ্টা করবো যে আমার কাজের মধ্য দিয়ে কেউ যেন কোনো কষ্ট না পায়।

সোমবার সকালে খুলনা খালিশপুরের হাজী মুহম্মদ মুহসীন কলেজ এলাকায় হাজার হাজার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় খুলনা সিটি মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, প্রেসিডেন্ট-সেক্রেটারীরা, কেন্দ্রীয়, থানা ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

এসময় এসএম কামাল উপস্থিত সবাইকে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের সাথে থাকার আহব্বান জানিয়ে বলেন- এই এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না।

 

এমনকি আমার আশেপাশে কেউ থাকলেও, প্রয়োজনে আমার বাসায়ও রেট দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাবার জন্য পুলিশবাহিনীকে অনুরোধ জানিয়েছি। আমি এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেব না। জমি দখল, চাঁদাবাজি এই নির্বাচনী এলাকায় ওসব হবে না।

ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ডের প্রেসিডেন্ট-সেক্রেটারী, থানা আওয়ামীলীগের নেতাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন আমার কাছে আপনাদের আসা লাগবে না। আমি প্রতিটি ওয়ার্ডে যাব, সবার কথা শুনবো, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আপনাদের এলাকার কী কী সমস্যা সেগুলো নিরুপণ করে আমার সাধ্যমতো আপনাদের সাজেশন অনুযায়ী আমি সমাধানের চেষ্টা করবো। এখানে আমার মাধ্যমে কাওকে দিয়ে কোনো এজেন্ডা বাস্তবায়ন করবো না।

সবার উদ্দ্যশ্যে তিনি আরো বলেন আমরা একই পরিবারের সন্তান, প্রতিযোগীতা থাকবে, প্রতিদ্বন্দ্বীতা থাকবে প্রতিহিংসা রাখবো না, থাকবে না। সংঘাত করলে কিন্তু আমি কাউকে ছাড় দেব না।

 

উল্লেখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৭ জানুয়ারি ২০২৪) খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৪ হাজার ৮৭৩ ভোট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
৫৬৭ বার পড়া হয়েছে

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খুলনা-৩ আসনের এসএম কামাল হোসেন

আপডেট সময় ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

 

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খুলনা-৩ আসনের এসএম কামাল হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খুলনা-৩ আসনের এসএম কামাল হোসেন।

 

এসময় নব নির্বাচিত সংসদ সদস্য এসএম কামাল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন- আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন আমি আপনাদের এ ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তবে এইটুকু চেষ্টা করবো যে আমার কাজের মধ্য দিয়ে কেউ যেন কোনো কষ্ট না পায়।

সোমবার সকালে খুলনা খালিশপুরের হাজী মুহম্মদ মুহসীন কলেজ এলাকায় হাজার হাজার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় খুলনা সিটি মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, প্রেসিডেন্ট-সেক্রেটারীরা, কেন্দ্রীয়, থানা ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

এসময় এসএম কামাল উপস্থিত সবাইকে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের সাথে থাকার আহব্বান জানিয়ে বলেন- এই এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না।

 

এমনকি আমার আশেপাশে কেউ থাকলেও, প্রয়োজনে আমার বাসায়ও রেট দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাবার জন্য পুলিশবাহিনীকে অনুরোধ জানিয়েছি। আমি এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেব না। জমি দখল, চাঁদাবাজি এই নির্বাচনী এলাকায় ওসব হবে না।

ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ডের প্রেসিডেন্ট-সেক্রেটারী, থানা আওয়ামীলীগের নেতাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন আমার কাছে আপনাদের আসা লাগবে না। আমি প্রতিটি ওয়ার্ডে যাব, সবার কথা শুনবো, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আপনাদের এলাকার কী কী সমস্যা সেগুলো নিরুপণ করে আমার সাধ্যমতো আপনাদের সাজেশন অনুযায়ী আমি সমাধানের চেষ্টা করবো। এখানে আমার মাধ্যমে কাওকে দিয়ে কোনো এজেন্ডা বাস্তবায়ন করবো না।

সবার উদ্দ্যশ্যে তিনি আরো বলেন আমরা একই পরিবারের সন্তান, প্রতিযোগীতা থাকবে, প্রতিদ্বন্দ্বীতা থাকবে প্রতিহিংসা রাখবো না, থাকবে না। সংঘাত করলে কিন্তু আমি কাউকে ছাড় দেব না।

 

উল্লেখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৭ জানুয়ারি ২০২৪) খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৪ হাজার ৮৭৩ ভোট।