ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে বিজয়ী নৌকার সাথে পরাজিত স্বতন্ত্রের সংঘর্ষ : আহত ৪৫

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের সমর্থকদের সঙ্গে বিজয়ী নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কর্মী-সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে একজনকে। এ ছাড়া ওই এলাকার আহত এক পথচারীকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ শটগানের ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং পরবর্তীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সে লক্ষ্যে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে-
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নান ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট।

মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর নৌকা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৫৯৩ ভোট পেয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
১১০ বার পড়া হয়েছে

মেহেরপুরে বিজয়ী নৌকার সাথে পরাজিত স্বতন্ত্রের সংঘর্ষ : আহত ৪৫

আপডেট সময় ০২:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের সমর্থকদের সঙ্গে বিজয়ী নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কর্মী-সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে একজনকে। এ ছাড়া ওই এলাকার আহত এক পথচারীকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ শটগানের ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং পরবর্তীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সে লক্ষ্যে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে-
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নান ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট।

মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর নৌকা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৫৯৩ ভোট পেয়েছেন।