পরিবর্তন অসম্ভব নয়, সবাইকে দ্বায়িত্বশীল হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সচিবালয়ে দ্বায়ীত্বের প্রথম দিনে কর্মস্থলে এলে কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
সদ্য গঠিত মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, আমরা যদি সবাই কাজের প্রতি দ্বায়িত্বশীল হই, পরিবর্তন অসম্ভব নয়। পাঁচ থেকে পাঁচশ’ বেডে (বার্ন ইউনিট) নিয়ে আসতে আমার অনেক প্রচেষ্ঠা ও ঘাম ঝড়াতে হয়েছে। আমি অনেকের কাছে গেয়েছি। শুরুর দিকে সবাই অনেকেই আমাকে ফিরিয়ে দিয়েছেন, ফাইল ছুড়ে মেরেছেন, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু আমি ধৈর্য ধরে সবার সহযোগিতা নিয়েই এ জায়গায় এসেছি।
রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে দ্বায়ীত্বের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপচারিকায় এমন অভিজ্ঞতার কথা জানান তিনি।
দেশে সরকারি হাসপাতালে সেবা বৃদ্ধি করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, আমি যেন দেশের হাসপাতালগুলো নিজে স্বশরীরে পরিদর্শন করে দেখি এবং কার্যকর ব্যবস্থা নিই। আমি খুব দ্রুতই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাসপাতালগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেবো। আমার বিশেষ লক্ষ্য থাকবে গ্রামের হাসপাতালগুলোর প্রতি। গ্রামের মানুষকে চিকিৎসা সেবা নিতে যেন ঢাকায় আসতে না হয়, গ্রাম থেকেই যেন ভালো চিকিৎসা পায়, সেটি নিয়ে আমরা কাজ করবো।