ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগের হিরিক বয়ে চলছে জাপায়

নিজস্ব সংবাদ

 

জিএম কাদেরের দাবি বেশির ভাগই ভাড়া করা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ঢাকা মহানগর উত্তরের ৬৭১ জন নেতাকর্মী । তাদের দলীয় পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের এমপি। রাতে সাংবাদিকের সঙ্গে টেলিফোন আলাপে তিনি দাবি করেন, ৬ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব রিপোর্ট ছাপা হয়েছে প্রকৃত অর্থে এর মধ্যে পদ-পদবীধারী ২০-২৫ জন হবে। আর বাকিরা সব ভড়া করা, দলের কেউ না ।

মোহাম্মদপুর এলাকা থেকে তাদের টাকার বিনিময়ে জড়ো করা হয়েছে এমন রিপোর্ট পাওয়ার দাবি করে জিএম কাদের বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৃহস্পতিবারও আমার মতবিনিময় হয়েছে। এরমধ্যে কয়েকজন রংপুর যাচ্ছেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতে। সঙ্গত কারণেই তাদের সঙ্গে রংপুরের নেতাকমীদের দেখা-সাক্ষাৎ হবে।

জাপাকে নিয়ে গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে পার্টি চেয়ারম্যান বলেন, যে কোন রিপোর্ট প্রকাশের আগে ব্যাপক যাচাই-বাছাই’র মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া জরুরি। অন্যথায় ব্যক্তি, সংগঠন, সমাজ তথা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে জাপার নেতাকর্মীরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে জানানো হয়, জাপার আরও ২০৩২ জন নেতাকর্মী পদত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
১১৬ বার পড়া হয়েছে

পদত্যাগের হিরিক বয়ে চলছে জাপায়

আপডেট সময় ১০:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

 

জিএম কাদেরের দাবি বেশির ভাগই ভাড়া করা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ঢাকা মহানগর উত্তরের ৬৭১ জন নেতাকর্মী । তাদের দলীয় পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের এমপি। রাতে সাংবাদিকের সঙ্গে টেলিফোন আলাপে তিনি দাবি করেন, ৬ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব রিপোর্ট ছাপা হয়েছে প্রকৃত অর্থে এর মধ্যে পদ-পদবীধারী ২০-২৫ জন হবে। আর বাকিরা সব ভড়া করা, দলের কেউ না ।

মোহাম্মদপুর এলাকা থেকে তাদের টাকার বিনিময়ে জড়ো করা হয়েছে এমন রিপোর্ট পাওয়ার দাবি করে জিএম কাদের বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৃহস্পতিবারও আমার মতবিনিময় হয়েছে। এরমধ্যে কয়েকজন রংপুর যাচ্ছেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতে। সঙ্গত কারণেই তাদের সঙ্গে রংপুরের নেতাকমীদের দেখা-সাক্ষাৎ হবে।

জাপাকে নিয়ে গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে পার্টি চেয়ারম্যান বলেন, যে কোন রিপোর্ট প্রকাশের আগে ব্যাপক যাচাই-বাছাই’র মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া জরুরি। অন্যথায় ব্যক্তি, সংগঠন, সমাজ তথা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে জাপার নেতাকর্মীরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে জানানো হয়, জাপার আরও ২০৩২ জন নেতাকর্মী পদত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন।