কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া:৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার জাতীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেরিনা আফরোজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুসা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, কাহালু প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউনুস আলী টনি, কাহালু পৌর কাউন্সিলর মোজাম্মেল হক মোজাম সহ শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।