ইবিতে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো ছাত্রলীগ
শীতে জুবুথুবু হয়ে থাকা কিছু সংখ্যক মানুষকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ। এতে করে একটু হলেও শীতের কষ্ট কিছুটা লাঘব হবে নিম্নবিত্ত এসব মানুষদের এমনটাই বলছেন শাখা ছাত্রলীগ।
‘মানবিকতায় অগ্রদূত ছাত্রলীগ’ এর দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১১ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে সকাল সাড়ে ১১টার দিকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় বিভিন্ন বয়সের প্রায় শতাধিক নিম্ন-আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র উপহার সরূপ তুলে দেওয়া হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় শীতবস্ত্র উপহার হিসেবে পাওয়া জনাব বদি বলেন, আমি ক্যাম্পাসে আজ ১৫ বছর ভ্যান চালাই। ছাত্রলীগের ভালো কাজগুলো দেখে যাচ্ছি। যদিও শীত প্রায় শেষের দিকে, তবুও এবারের টা আগামী বছরের জন্য তোলে রাখব। এখন আবারও মাঝেমাঝে শীত লাগে। তো এইটা ভালোই কাজে লাগবে।
সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার পাশাপাশি তাছাড়া ছিন্নমূল মানুষের জন্যও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। তার ই অংশ হিসেবে আজকের এই শীতবস্ত্র উপহার দেওয়া হলো৷ শীত প্রায় শেষের দিকে হলেও কথায় আছে ‘এক মাঘে শীত যায় না’। যেকোনো সময় তো কাজে লাগতে পারে।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সার্বিক সহযোগিতায় ইবি শাখা ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে যারা তৃণমূল ভ্যানচালক, দোকানি, ডাইনিং-বয়, আনসার সদস্যরা রয়েছে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। জনকল্যাণে আমাদের এধরণের কর্মসূচি চলমান থাকবে।
এর-আগে গতকাল রাতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইবি ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণে ঘোষণা দেয় ছাত্রলীগ। সেখানে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনাও প্রদান করা হয়।