চট্টগ্রামে উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
১৯৫২’র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে চট্টগ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে চট্টগ্রামে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণের অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সুচনা হয়।
দিবসটি উপলক্ষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জেলা পরিষদের উদ্যোগে নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাত ফেরী, কুচকাওয়াজ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা বারার সাথে সাথে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক,শ্রমিক সংগঠনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি আরো শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেসেবক লীগ, চট্টগ্রাম মহানগর মহিলা দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বিশিষ্ট সাংবাদিক, টিভি উপস্থাপক ও কলামিস্ট রিয়াজ হায়দার চৌধুরীর উপস্থাপনায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় সু-শৃংখল, সাড়িবদ্ধ ভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বেলা ১২ টায় অনু্ষ্টানের সমাপ্তি হয়।