জবিতে “মার্কেটিং এর বিবর্তনীয় প্রবণতা” শীর্ষক সেমিনার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে “মার্কেটিং এর বিবর্তনীয় প্রবণতা ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার (২৭ ফ্রেব্রুয়ারি) জবির মার্কেটিং বিভাগে দুপুর ১২টায় বিভাগের ৫১৩ নং কক্ষে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের জন্য উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
মার্কেটিং শাস্ত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়, সরকার ও আইন অনুষদের অবসরপ্রাপ্ত প্রফেসর (বর্তমান অ্যাডজাঙ্কট প্রফেসর) ড. আলী কাজী। তিনি বলেন, “মার্কেটিং শাস্ত্রের ক্রমবিবর্তনের ধারা বিশ্লেষণ করলে লক্ষ করা যায় যে, মার্কেটিং শাস্ত্র প্রকৃতপক্ষে নৈতিক বাজারজাতকরণ মতবাদের দিকে ধাবিত হচ্ছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. জহির উদ্দিন আরিফ সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারের আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজ সহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ট্যাগস :