ইউসেপ খালিশপুর টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষামূলক প্রোগ্রাম এর আওতায় খুলনা খালিশপুরে ‘ইউসেপ খালিশপুর টেকনিক্যাল স্কুল’ ১৯৮৩ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে চলেছে সফলতার সাথে। ঝরে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে আলোর পথ দেখাতে ‘ইউসেপ খালিশপুর টেকনিক্যাল স্কুল’ এখনো যেন বিকল্পহীন।
তাদের কার্যক্রমের সেই ধারাবাহিকতায় আজ (বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪) অনুষ্ঠিত হলো স্কুলের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন এ.কে.এম. সানাউল্লাহ নান্নু, থানা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ।
শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর প্রধান শিক্ষক এস.এম. রাশিদুল হাসানের সভাপতিত্বে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর চূড়ান্ত পর্ব উপভোগ করেন।
সবশেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ‘ইউসেপ খালিশপুর টেকনিক্যাল স্কুল’র এবারের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান’।