ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে ছাত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টারর অভিযোগ তদন্তে কমিটি গঠন

ওয়াসিফ আল আবরার, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে সিট ধরাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটিতে সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে সদস্য ও একাডেমিক শাখা উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহব্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। এ বিষয়েসোমবার মিটিং দিয়েছি। বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করে কিভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুষ্টিয়া যাওয়ার সময় সিটে বসাকে কেন্দ্র করে এক ছাত্রকে গলা টিপে শ্বাসরোধের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। একইদিন বিকাল ৩ টায় আনীত অভিযোগকে অতিরঞ্জিত উল্লেখ করে অভিযুক্তরাও পাল্টা অভিযোগপত্র জমা দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
১৫১ বার পড়া হয়েছে

ইবিতে ছাত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টারর অভিযোগ তদন্তে কমিটি গঠন

আপডেট সময় ০৯:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে সিট ধরাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটিতে সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে সদস্য ও একাডেমিক শাখা উপ-রেজিস্ট্রার (শিক্ষা) আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহব্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। এ বিষয়েসোমবার মিটিং দিয়েছি। বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করে কিভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুষ্টিয়া যাওয়ার সময় সিটে বসাকে কেন্দ্র করে এক ছাত্রকে গলা টিপে শ্বাসরোধের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। একইদিন বিকাল ৩ টায় আনীত অভিযোগকে অতিরঞ্জিত উল্লেখ করে অভিযুক্তরাও পাল্টা অভিযোগপত্র জমা দেন।