ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২৬ কিলো দৌড়ে স্বাধীনতা দিবস উদযাপন ইবির চার শিক্ষার্থীর

ওয়াসিফ আল আবরার, ইবি

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় বাঙ্গালী জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মের বার্তা। প্রতিবছর তাই দেশব্যাপী ২৬ শে পালিত হয় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে।

এরই ধারাবাহিকতায় এবার ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে ২৬ কিলোমিটার ম্যারাথন দৌড়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানভির আহমেদ, মামুন ইসলাম, মাজহারুল ইসলাম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান।

জানা যায়, দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে কুষ্টিয়ার হরিপুর শেখ রাসেল ব্রিজ থেকে রাত ১২ টা ১২ মিনিটে দৌড় শুরু করেন ইবির এই শিক্ষার্থীরা। রাতের অন্ধকারে বিরতিহীন ভাবে ২ ঘন্টা ৫৫ মিনিট ৯ সেকেন্ড দৌড়ে ৩ টা বেজে ০৬ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান তারা।

শিক্ষার্থী মানিক রহমান বলেন, দেশে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উৎযাপিত হয়। আমি চেয়েছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দিনটি ভিন্নভাবে উৎযাপন করতে। এজন্যই আমার এই উদ্যোগ। নিশী রাতে নিঃশব্দে একা একা দৌড়ে বীর শহিদদের শ্রদ্ধা জানানোর অনুভূতি টা একেবারেই ভিন্নরকম।

আরেক শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, ম্যারাথন শব্দটার সাথে প্রথম পরিচিত হই ২০২১ সালে। ছোটবেলা থেকে দৌড়াদৌড়িতে পারদর্শী ছিলাম, ইচ্ছা ছিল যেকোন ম্যারাথনে অংশগ্রহণ করার। স্বাধীনতা দিবসে ম্যারাথন দৌড়ের সুযোগ পেয়ে ম্যারাথন দৌড় দেই। বৃষ্টির কারণে রাস্তার ধুলাবালি কম থাকায় আমাদের যাত্রা অনেক সহজ হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে চাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে

২৬ কিলো দৌড়ে স্বাধীনতা দিবস উদযাপন ইবির চার শিক্ষার্থীর

আপডেট সময় ০৭:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় বাঙ্গালী জাতি পেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মের বার্তা। প্রতিবছর তাই দেশব্যাপী ২৬ শে পালিত হয় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে।

এরই ধারাবাহিকতায় এবার ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে ২৬ কিলোমিটার ম্যারাথন দৌড়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানভির আহমেদ, মামুন ইসলাম, মাজহারুল ইসলাম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান।

জানা যায়, দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে কুষ্টিয়ার হরিপুর শেখ রাসেল ব্রিজ থেকে রাত ১২ টা ১২ মিনিটে দৌড় শুরু করেন ইবির এই শিক্ষার্থীরা। রাতের অন্ধকারে বিরতিহীন ভাবে ২ ঘন্টা ৫৫ মিনিট ৯ সেকেন্ড দৌড়ে ৩ টা বেজে ০৬ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান তারা।

শিক্ষার্থী মানিক রহমান বলেন, দেশে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উৎযাপিত হয়। আমি চেয়েছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দিনটি ভিন্নভাবে উৎযাপন করতে। এজন্যই আমার এই উদ্যোগ। নিশী রাতে নিঃশব্দে একা একা দৌড়ে বীর শহিদদের শ্রদ্ধা জানানোর অনুভূতি টা একেবারেই ভিন্নরকম।

আরেক শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, ম্যারাথন শব্দটার সাথে প্রথম পরিচিত হই ২০২১ সালে। ছোটবেলা থেকে দৌড়াদৌড়িতে পারদর্শী ছিলাম, ইচ্ছা ছিল যেকোন ম্যারাথনে অংশগ্রহণ করার। স্বাধীনতা দিবসে ম্যারাথন দৌড়ের সুযোগ পেয়ে ম্যারাথন দৌড় দেই। বৃষ্টির কারণে রাস্তার ধুলাবালি কম থাকায় আমাদের যাত্রা অনেক সহজ হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে চাই।