ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধনবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী হীরার সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা! আহত ৪

শ‌হিদুল ইসলাম,ধনবাড়ি,টাংগাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হারুনার রশিদ হীরার সমর্থকদের উপর সন্ত্রাসী হামলায় ৪ কর্মী গুরুতর আহত হ‌য়ে‌ছে ।
নরিল্যা গ্রামের  আলহাজ্ব হারুনার রশিদ হীরার সমর্থকদের উপর সন্ত্রাসী এ হামলা চালা‌নো হয় ব‌লে জানা গে‌ছে, ওয়াদুত তালুকদার সবুজ ও মিন্টু তালুকদার এর সন্ত্রাসী বা‌হিনী হামলা চা‌লি‌য়ে অ‌নেককে গুরুতর আহত ক‌রেছে , আলহাজ্ব হারুনার রশিদ হীরার নরিল্যা গ্রামের নির্বাচন কার্যালয়ের চেয়ার ,টে‌বিল, টি‌ভিসহ ৫‌টি মোটরসাইকেল ভাঙচুর ক‌রে, সমর্থকদের বাড়িঘরে আক্রমন ক‌রে বাড়িঘর ভাঙচুর ক‌রে, ব‌্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট ক‌রে । সন্ত্রাসী হামলায় ৪ কর্মী গুরুতর আহত হ‌য়ে‌ছে । তাদেরকে এ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোট ৪ জন গুরুতর আহত অবস্থায় উপ‌জেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি ছিল । কর্তব্যরত ডাক্তার ‌মোঃ মনোহর আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় ৩ জনকে রেফারড করে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে উন্নত চি‌কিৎসার জন‌্য পাঠি‌য়ে‌ছেন তারা হলেন, মোঃ ইয়া‌সিন আলী (৬০বছর) , সা‌নোয়ার হো‌সেন (৫৫বছর), উজ্জল মিয়া (৩০বছর),১জন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি আছে ‌মিনহাজ উদ্দিন মিন্টু (৫৩ বছর), এছাড়াও মুজিত ঠাকুর নামে এক বৃদ্ধসহ আরো অনেক কর্মী আহত হয়েছেন তারা বাড়িতে চিকিৎসা নি‌চ্ছেন । আহতরা সক‌লেই ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর  সমর্থক ও আওয়ামী লীগ কর্মী।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্যা এলাকায় ওয়াদুত তালুকদার সবুজ ও মিন্টু তালুকদার তাদের  বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ প্রার্থী আলহাজ্ব হারুনার রশিদ হীরার সমর্থক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন‌কে সন্ত্রাসীরা দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাথালি কোবাতে  থাকে পরবর্তীতে তিনি প্রাণ নিয়ে পালিয়ে গেলেও, সন্ত্রাসী বাহিনীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ।
ধনবাড়ী উপজেলার উপজেলা নিবার্চনের চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ তালুকদার সবুজ এর সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে এ হামলাকে তারা নির্বাচনকেন্দ্রিক হামলা বলেও দাবি করেছেন। হামলা চালাতে গিয়ে ওয়াদুদ তালুকদার সবুজ ও মিন্টু তালুকদার এর ২/৩ জন লোক আহত হয়।
এলাকাবাসী জানিয়েছে, গতকাল ধনবাড়ী  উপজেলার ধোপাখালি  ইউনিয়নের নরিল্যা  গ্রামে ঘটে এ ঘটনা। নির্বাচনী প্রচারে অফিসে কাজ করার সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের চারদিক থেকে ঘিরে ধরে ব্যাপক মারধর করেছে। আহত দের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক তাদের যখম গুরুতর হওয়ায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করে।
হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু  বলেন, তারা আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর  পক্ষে কাজ করছেন। এ কারণে ওয়াদুদ তালুকদার সবুজ এর ভাড়াটিয়া সন্ত্রাসী সহ অন্যরা হুমকি দিয়ে আসছিলেন। এরপর গতকাল  রাতে তারা নিবার্চনি  কাজ করার সময়  সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেন, হামলা করেই ক্ষান্ত হয়নি ভাঙচুর করেছে কর্মীদের বাড়িঘর,দোকানপাটে চালিয়েছে লুট পাঠ।
ঘটনার পরে সকালে  ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনার স্থল  পরিদর্শন করেন।
ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ হয়নি অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হ‌বে ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
১১১ বার পড়া হয়েছে

ধনবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী হীরার সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা! আহত ৪

আপডেট সময় ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হারুনার রশিদ হীরার সমর্থকদের উপর সন্ত্রাসী হামলায় ৪ কর্মী গুরুতর আহত হ‌য়ে‌ছে ।
নরিল্যা গ্রামের  আলহাজ্ব হারুনার রশিদ হীরার সমর্থকদের উপর সন্ত্রাসী এ হামলা চালা‌নো হয় ব‌লে জানা গে‌ছে, ওয়াদুত তালুকদার সবুজ ও মিন্টু তালুকদার এর সন্ত্রাসী বা‌হিনী হামলা চা‌লি‌য়ে অ‌নেককে গুরুতর আহত ক‌রেছে , আলহাজ্ব হারুনার রশিদ হীরার নরিল্যা গ্রামের নির্বাচন কার্যালয়ের চেয়ার ,টে‌বিল, টি‌ভিসহ ৫‌টি মোটরসাইকেল ভাঙচুর ক‌রে, সমর্থকদের বাড়িঘরে আক্রমন ক‌রে বাড়িঘর ভাঙচুর ক‌রে, ব‌্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট ক‌রে । সন্ত্রাসী হামলায় ৪ কর্মী গুরুতর আহত হ‌য়ে‌ছে । তাদেরকে এ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোট ৪ জন গুরুতর আহত অবস্থায় উপ‌জেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি ছিল । কর্তব্যরত ডাক্তার ‌মোঃ মনোহর আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় ৩ জনকে রেফারড করে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে উন্নত চি‌কিৎসার জন‌্য পাঠি‌য়ে‌ছেন তারা হলেন, মোঃ ইয়া‌সিন আলী (৬০বছর) , সা‌নোয়ার হো‌সেন (৫৫বছর), উজ্জল মিয়া (৩০বছর),১জন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি আছে ‌মিনহাজ উদ্দিন মিন্টু (৫৩ বছর), এছাড়াও মুজিত ঠাকুর নামে এক বৃদ্ধসহ আরো অনেক কর্মী আহত হয়েছেন তারা বাড়িতে চিকিৎসা নি‌চ্ছেন । আহতরা সক‌লেই ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর  সমর্থক ও আওয়ামী লীগ কর্মী।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্যা এলাকায় ওয়াদুত তালুকদার সবুজ ও মিন্টু তালুকদার তাদের  বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ প্রার্থী আলহাজ্ব হারুনার রশিদ হীরার সমর্থক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন‌কে সন্ত্রাসীরা দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাথালি কোবাতে  থাকে পরবর্তীতে তিনি প্রাণ নিয়ে পালিয়ে গেলেও, সন্ত্রাসী বাহিনীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ।
ধনবাড়ী উপজেলার উপজেলা নিবার্চনের চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ তালুকদার সবুজ এর সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে এ হামলাকে তারা নির্বাচনকেন্দ্রিক হামলা বলেও দাবি করেছেন। হামলা চালাতে গিয়ে ওয়াদুদ তালুকদার সবুজ ও মিন্টু তালুকদার এর ২/৩ জন লোক আহত হয়।
এলাকাবাসী জানিয়েছে, গতকাল ধনবাড়ী  উপজেলার ধোপাখালি  ইউনিয়নের নরিল্যা  গ্রামে ঘটে এ ঘটনা। নির্বাচনী প্রচারে অফিসে কাজ করার সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের চারদিক থেকে ঘিরে ধরে ব্যাপক মারধর করেছে। আহত দের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক তাদের যখম গুরুতর হওয়ায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করে।
হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু  বলেন, তারা আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর  পক্ষে কাজ করছেন। এ কারণে ওয়াদুদ তালুকদার সবুজ এর ভাড়াটিয়া সন্ত্রাসী সহ অন্যরা হুমকি দিয়ে আসছিলেন। এরপর গতকাল  রাতে তারা নিবার্চনি  কাজ করার সময়  সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেন, হামলা করেই ক্ষান্ত হয়নি ভাঙচুর করেছে কর্মীদের বাড়িঘর,দোকানপাটে চালিয়েছে লুট পাঠ।
ঘটনার পরে সকালে  ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনার স্থল  পরিদর্শন করেন।
ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ হয়নি অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হ‌বে ।