ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার কাহালুতে বাবার চাকুর আঘাতে শিশু কন্যার মৃ্ত্যু! গ্রেফতার বাবা

তৌফিক হাসান, বগুড়া

বগুড়ার কাহালু বাবার চাকুর আঘাতে তার সাত বছরের শিশু কন্যা রাহি মনি মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে কাহালু পৌর এলাকার ২ নং ওয়ার্ডে সাগাটিয়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহি মনির শরীরে চাকুর আঘাত আছে বলে জানা যায়। আর তার কারণে তার মৃত্যু হয়।

আর এ ঘটনার প্রায় ৫ ঘন্টার মাথায় রাহি মনির ঘাতক পিতা মোঃ আব্দুর রহিম (৩০)কে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় পৌর সাবরেজিস্টারি অফিস এলাকা থেকে কাহালু থানা পুলিশ তাকে আটক করেন। ঘটনার পরপরই রাহি মনিকে কাহালু উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এখানে তার অবস্থা উন্নতি না হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মাঝ পথে নয়টার সময় তার মৃত্যু হয় ।

রাহি মনির বাবা বলেন তার মেয়ে কাহালু ফাজিল ডিগ্রি মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রথম শ্রেণীর ছাত্রী ছিলো। বাড়িতে সকালে রাহি মনির পড়া শোনার বিষয়ে কথা বলতে সে রাগ রাগী করে চাকু রাখা প্লাস্টিকের ব্যাগ দিয়ে খাটের উপরে বসে থাকা রাহি মনির শরীরে আঘাত করলে ব্যাগ ফুটো হয়ে চাকু তার শরীরে বিদ্ব হয়৷ অপর দিকে রাহি মনির মা মোছাঃ রোজিফা বলেন ঘটনাটি হঠাৎ ঘটেছে তার স্বামী পুকুরে নেট লাগানোর কাজ করে যার করণে তার হাতে প্লাস্টিকের ব্যাগ ছিলো। প্লাস্টিকের ব্যাগ নেট লাগানোর কাজে নিয়ে যাচ্ছিলো। মেয়েকে শাসন করার সময় ব্যাগের মধ্যে চাকু ছিলো এটা তার মনে ছিলো না বলে রহিম দাবি করেন।

ঘটনার পরপরই কাহালু- নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এ সার্কেল মোঃ ওমর আলী ঘটনা স্থল পরিদর্শন করেন৷ থানার তদন্ত ওসি আশরাফুল আলম জানান ঘটনার স্থান থেকে পুলিশ চাকু উদ্ধার করে এবং রহিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা প্রস্তুতি চলছে বলে জানা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১২৪ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালুতে বাবার চাকুর আঘাতে শিশু কন্যার মৃ্ত্যু! গ্রেফতার বাবা

আপডেট সময় ০৯:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

বগুড়ার কাহালু বাবার চাকুর আঘাতে তার সাত বছরের শিশু কন্যা রাহি মনি মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে কাহালু পৌর এলাকার ২ নং ওয়ার্ডে সাগাটিয়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহি মনির শরীরে চাকুর আঘাত আছে বলে জানা যায়। আর তার কারণে তার মৃত্যু হয়।

আর এ ঘটনার প্রায় ৫ ঘন্টার মাথায় রাহি মনির ঘাতক পিতা মোঃ আব্দুর রহিম (৩০)কে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় পৌর সাবরেজিস্টারি অফিস এলাকা থেকে কাহালু থানা পুলিশ তাকে আটক করেন। ঘটনার পরপরই রাহি মনিকে কাহালু উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এখানে তার অবস্থা উন্নতি না হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মাঝ পথে নয়টার সময় তার মৃত্যু হয় ।

রাহি মনির বাবা বলেন তার মেয়ে কাহালু ফাজিল ডিগ্রি মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রথম শ্রেণীর ছাত্রী ছিলো। বাড়িতে সকালে রাহি মনির পড়া শোনার বিষয়ে কথা বলতে সে রাগ রাগী করে চাকু রাখা প্লাস্টিকের ব্যাগ দিয়ে খাটের উপরে বসে থাকা রাহি মনির শরীরে আঘাত করলে ব্যাগ ফুটো হয়ে চাকু তার শরীরে বিদ্ব হয়৷ অপর দিকে রাহি মনির মা মোছাঃ রোজিফা বলেন ঘটনাটি হঠাৎ ঘটেছে তার স্বামী পুকুরে নেট লাগানোর কাজ করে যার করণে তার হাতে প্লাস্টিকের ব্যাগ ছিলো। প্লাস্টিকের ব্যাগ নেট লাগানোর কাজে নিয়ে যাচ্ছিলো। মেয়েকে শাসন করার সময় ব্যাগের মধ্যে চাকু ছিলো এটা তার মনে ছিলো না বলে রহিম দাবি করেন।

ঘটনার পরপরই কাহালু- নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এ সার্কেল মোঃ ওমর আলী ঘটনা স্থল পরিদর্শন করেন৷ থানার তদন্ত ওসি আশরাফুল আলম জানান ঘটনার স্থান থেকে পুলিশ চাকু উদ্ধার করে এবং রহিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা প্রস্তুতি চলছে বলে জানা যায়।