ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বৃষ্টির পূর্বাভাস

মামুনুর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে খুলনা অঞ্চলে উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। কাঠফাটা রোদে বেশি দুর্ভোগে পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। সীমাহীন কষ্ট উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন তারা।

ওদিকে তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। ডায়রিয়া, নিউমোনিয়া ও মাথা ব্যথা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার বিপরীতে ভর্তি আছে ১ হাজার ৩৯৯জন রোগী। খালি নেই শিশু হাসপাতালের কোনো শয্যা।

এদিকে খুলনার বিভাগের আশেপাশের এলাকায় বৃষ্টির দেখা মেলায় তাপের তীব্রতা কমতে শুরু করেছে বলছে আবহাওয়া অধিদফতর।

খুলনা আবহাওয়া অধিদফতর বলছে আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আকাশে মেঘ রয়েছে এবং আগামী ৫, ৬ ও ৭ মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ মৌসুমে গত ৩০ এপ্রিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
১৯১ বার পড়া হয়েছে

খুলনায় বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ১১:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে খুলনা অঞ্চলে উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। কাঠফাটা রোদে বেশি দুর্ভোগে পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। সীমাহীন কষ্ট উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন তারা।

ওদিকে তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। ডায়রিয়া, নিউমোনিয়া ও মাথা ব্যথা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার বিপরীতে ভর্তি আছে ১ হাজার ৩৯৯জন রোগী। খালি নেই শিশু হাসপাতালের কোনো শয্যা।

এদিকে খুলনার বিভাগের আশেপাশের এলাকায় বৃষ্টির দেখা মেলায় তাপের তীব্রতা কমতে শুরু করেছে বলছে আবহাওয়া অধিদফতর।

খুলনা আবহাওয়া অধিদফতর বলছে আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আকাশে মেঘ রয়েছে এবং আগামী ৫, ৬ ও ৭ মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ মৌসুমে গত ৩০ এপ্রিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।