আজ সন্ধ্যায় আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। ইতোমধ্যেই দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম শেষ করেছে আওয়ামী লীগ। দলটির ২৫ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উপনির্বাচনে নৌকার প্রার্থী নির্ধারণ করতেই আজ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বসবে দলটি।