ইবির ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ: পাসের হার ৭৯ শতাংশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৭৯.২৫ শতাংশ। রবিবার দুপুর ২টায় সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষার সমন্বয়ক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী।
এসময় তিনি জানান, আমাদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৯০৬ জন আবেদন করে এবং ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। আমাদের প্রকাশিত ফলাফলে ১৪০৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে যার শতকরা হার ৭৯.২৫ শতাংশ। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় ১০০ নম্বরের পরীক্ষায় ৬৮.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে মোঃ আশিক মিয়া।
উল্লেখ্য, গত ১১ মে শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তির পরবর্তী প্রক্রিয়াসহ অন্যান্য সকল তথ্য (http://www.iu.ac.bd/admission