নিলামে উঠছে নামিদামি ব্রান্ডের ১০৭ টি গাড়ি – মোংলা বন্দর
নিলামে তোলা হচ্ছে জাপান থেকে মোংলা বন্দরে আনা বিভিন্ন ব্র্যান্ডের ১০৭টি নামিদামি ব্র্যান্ডের গাড়ি। নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় মোংলা কাস্টম হাউস গাড়িগুলো বিক্রির জন্য নিলামে তুলছে।
কাস্টমস ওয়েবসাইটে নিবন্ধন ও বিড করা যাবে ৫ জুন সকাল থেকে ৬ জুন সন্ধ্যা পর্যন্ত। সোমবার (৩ জুন) মোংলা কাস্টমস হাউসের ওয়েবসাইটে নিলামের জন্য গাড়ি ও অন্যান্য পণ্যের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ করা হয়।
নিলামে ওঠা এসব গাড়ির মধ্যে পাজারো, নিশান, এক্সিও হাইব্রিড, পিয়ার্স হাইব্রিড, টয়োটা ভিজ, প্রোবক্স, এ্যাকুয়া হাইব্রিড, করোলা ফিল্টার, টয়োটা হাইব্রিড, হাইয়েচ, মাইক্রো ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ব্র্যান্ডের ১০৭টি গাড়ি রয়েছে। নিলামে ওঠা গাড়ির মধ্যে ১৯৯৩ থেকে ২২ বিভিন্ন সালের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে বলে জানা যায়।
মোংলা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা জানান, মোংলা বন্দর দিয়ে আমদানি করা এসব গাড়ি ৩০ দিনের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও সংশ্লিষ্ট আমদানিকারকরা তা করেনি। এরপর আমদানিকারকদের আরও ১০ কার্যদিবস সময় দেয়ার পরও গাড়ি ছাড় না করায় নিয়মানুযায়ী পর্যায়ক্রমে নিলামে ওঠানো হচ্ছে এসব গাড়ি।