খুলনার কয়রায় গেওয়া গাছে পোকার ব্যাপক আক্রমণে আতংকিত মানুষ
উপজেলার দেয়াড়া গ্রামে দেখা যায়, শাকবাড়িয়া খালের দুই পাড় দিয়ে কয়েক হাজার গেওয়া গাছ রয়েছে। প্রায় প্রতিটি গাছে জোকের মত দেখতে কালো রঙের চিকন চিকন পোকা ঝুলছে। কিছু কিছু গাছের সম্পূর্ণ পাতা খেয়ে ফেলায় গাছ মরে যাচ্ছে। খাল পাড়ের রাস্তা দিয়ে মানুষ চলাচলের সময় শরীরে লেগে যাচ্ছে গাছে ঝুলে থাকা হাজার হাজার পোকা। পোকার ভয়ে অনেকে ঘরের বাইরে বের হচ্ছে না। রাস্তার পাশে কিংবা বাড়ির আঙ্গিনার গেওয়া গাছ নির্বিকারে কেটে ফেলছে মানুষ। কেউ কেউ আবার আগুন জ্বালিয়ে পোকা ও গাছ পুড়িয়ে দিচ্ছে।
জানা যায়, পোকায় আক্রান্তের খবর পেয়ে কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কয়েকটি টিম শুক্রবার (১২ জুলাই) বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে এক ধরনের কালো রঙের পোকা গাছে লাগে এবং একদিনের মধ্যেই গাছের পাতাগুলো খেয়ে সাদা করে ফেলছে। আর গাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে। তারা আরও জানান, প্রতিদিন পোকার আকৃতি বড় হচ্ছে ও সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে। তাদের ঘরের মধ্যেও শত শত পোকা ঢুকছে। খুব সমস্যায় রয়েছে তারা। বিশেষ করে শিশুদের নিয়ে আতংকে রয়েছে।
কয়রা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, এটি সেমিলুপার জাতীয় পোকা। বিষয়টি কৃষি বিভাগ অবগত হওয়ার পরে তাৎক্ষণিক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারের নেতৃত্বে একাধিক টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। স্থানীয় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। এটি সামাজিক বনায়নের আওতাধীন গেওয়া বনজ বৃক্ষে দেখা যাচ্ছে। এটি ফসলের জন্য ক্ষতিকর নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় জনগণকে সচেতন করে স্প্রে করার ব্যবস্থা নিচ্ছে।