তফসিলকে স্বাগত জানালো পেশাজীবী সমন্বয় পরিষদ
শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেছেন, জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
গণতন্ত্রকে সমুন্নত রেখে উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পেশাজীবী নেতারা।
তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রমনা প্রতিটি রাজনৈতিক দলের উচিত হবে, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিকশিত করার লক্ষ্যে আত্মনিয়োগ করা।
পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু স্বাক্ষরিত বিবৃতিতে পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।