ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এবার দাম বাড়লো এলপিজি গ্যাসের

নিজস্ব সংবাদ

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৪৪ টাকা বাড়ানো হয়েছে। সোমবার বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এ নতুন দর ঘোষণা করেন।

ঘোষিত নতুন দর আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২১ টাকা। গত আগস্টে দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা।

এর আগে গত জুলাই ও আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছিল। এর মধ্যে জুলাইয়ে বেড়েছিল ৩ টাকা, আর আগস্টে ১১ টাকা।

আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা। যা এত দিন ছিল ৬৩ টাকা ২১ পয়সা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
৩২৪ বার পড়া হয়েছে

এবার দাম বাড়লো এলপিজি গ্যাসের

আপডেট সময় ০৫:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ৪৪ টাকা বাড়ানো হয়েছে। সোমবার বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এ নতুন দর ঘোষণা করেন।

ঘোষিত নতুন দর আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২১ টাকা। গত আগস্টে দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা।

এর আগে গত জুলাই ও আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছিল। এর মধ্যে জুলাইয়ে বেড়েছিল ৩ টাকা, আর আগস্টে ১১ টাকা।

আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা। যা এত দিন ছিল ৬৩ টাকা ২১ পয়সা।