অতি শীঘ্রই বাতিল হতে যাচ্ছে সাইবার নিরাপত্তা আইন: আইন উপদেষ্টা
সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’ সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
বিজ্ঞাপন
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল করা হবে। পর্যায়ক্রমে দেশের সব কালাকানুন বাতিল হবে। সাইবার নিরাপত্তা আইন বাতিলের পূর্বে যে মামলাগুলো ছিলো সেগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের একটা ধারণা আছে, আইন মন্ত্রণালয় চাইলেই সব মামলা প্রত্যাহার করে নিতে পারে। সেটা সত্যি না। একটা মামলার বিভিন্ন স্তর থাকে। পুলিশ তদন্ত স্তর, চার্জশিটের পরবর্তী স্তর থাকে, আবার সাজা হয়ে গেলে অন্যরকম স্তর থাকে। সব মামলা ইচ্ছে করলেই প্রত্যাহার করা যায় না।
ট্যাগস :