ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের পাচার হওয়া অর্থ উদ্ধার নিয়ে ওয়াশিংটনে আলোচনা

নিজস্ব সংবাদ

দুর্নীতি দমন, অর্থ পাচার তথা চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। ওয়াশিংটন সফরকারী পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমন বিষয়ক বৈশ্বিক সমন্বয়ক শেলবি স্মিথ-উইলসনের মধ্যে ওই আলোচনা হয়।

ওয়াশিংটনের সেই আলোচনায় সংস্কারের জন্য প্রযুক্তিগত ও পারস্পরিক আইনি সহায়তা (এমএলএ) চুক্তি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় বাড়ানোর বিষয়ও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। আলোচনায় স্বচ্ছতা ও সুশাসনের জন্য যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও মিডিয়ার সম্পৃক্ততা বিষয়ে বিশেষ মনোযোগ দেয়া হয়।

পররাষ্ট্র সচিব তার ওয়াশিংটন সফরের আগে নিউ ইয়র্ক সফর করেন। ৪ দিন ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, অর্থ, রাজস্ব এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠক শেষে কাল নিউ ইয়র্কে ফিরেছেন। সেখানে আজ আরও কিছু বৈঠকাদি সেরে ঢাকার পথে রওনা করবেন। ১৬ই অক্টোবর সচিবের সেগুনবাগিচায় অফিস করার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
২৮২ বার পড়া হয়েছে

দেশের পাচার হওয়া অর্থ উদ্ধার নিয়ে ওয়াশিংটনে আলোচনা

আপডেট সময় ০৬:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

দুর্নীতি দমন, অর্থ পাচার তথা চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। ওয়াশিংটন সফরকারী পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমন বিষয়ক বৈশ্বিক সমন্বয়ক শেলবি স্মিথ-উইলসনের মধ্যে ওই আলোচনা হয়।

ওয়াশিংটনের সেই আলোচনায় সংস্কারের জন্য প্রযুক্তিগত ও পারস্পরিক আইনি সহায়তা (এমএলএ) চুক্তি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় বাড়ানোর বিষয়ও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। আলোচনায় স্বচ্ছতা ও সুশাসনের জন্য যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও মিডিয়ার সম্পৃক্ততা বিষয়ে বিশেষ মনোযোগ দেয়া হয়।

পররাষ্ট্র সচিব তার ওয়াশিংটন সফরের আগে নিউ ইয়র্ক সফর করেন। ৪ দিন ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, অর্থ, রাজস্ব এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠক শেষে কাল নিউ ইয়র্কে ফিরেছেন। সেখানে আজ আরও কিছু বৈঠকাদি সেরে ঢাকার পথে রওনা করবেন। ১৬ই অক্টোবর সচিবের সেগুনবাগিচায় অফিস করার কথা রয়েছে।