এবার উচ্চ আদালতই ব্যবস্থা নেবে অভিযুক্ত বিচারকদের: আসিফ নজরুল
এখন থেকে অভিযুক্ত বিচারকদের বিষয়ে উচ্চ আদালতই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (২০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এই রায়কে ইতিবাচক বলে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত হবে। কিছু বিচারকের ব্যাপারে প্রচুর অভিযোগ রয়েছে। তারা ফ্যাসিস্ট শক্তির নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিলেন। কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। তাদের নিয়ে ছাত্র-জনতার অনেক ক্ষোভ রয়েছে। তাই তাদের অপসারণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোনো অভিযোগ পেলেই অপসারণ উদ্যোগ নিতে পারবে।
তিনি আরও বলেন, এখন সুপ্রিম কাউন্সিল পুনরুজ্জীবিত হওয়ায় সেসব বিষয় সাংবিধানিকভাবে নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। এরপরও উচ্চ আদালত সম্পূর্ণ স্বাধীন, তাই তাদের ব্যবস্থা উচ্চ আদালতই ব্যবস্থা নেবে।