জাহাজ নির্মাণকারী শিল্পের ঋণ পুনঃতফসিলিকরণের সময় এক মাস বাড়লো
জাহাজ নির্মাণকারী শিল্প প্রতিষ্ঠানের ঋণের হিসাব পুনঃতফসিলিকরণের মেয়াদ ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পূণনির্ধারণ করেছে।
সোমবার (২৭ সভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
জাহাজ নির্মাণকারী শিল্প প্রতিষ্ঠানের ঋণের হিসাব পুনঃতফসিলিকরণের লক্ষ্যে ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে জমাদানপূর্বক গ্রাহক কর্তৃক সংশ্লিষ্ট ব্যাংকের নিকট আবেদন দাখিলের সময়সীমা চলতি ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু নিয়ন্ত্রণ বহির্ভূত বিভিন্ন কারণে এ খাতের উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক এখন পর্যন্ত এ সুবিধা গ্রহণের জন্য ডাউন পেমেন্টসহ অন্যান্য শর্ত সমূহ পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক থেকে সুযোগ নেয়নি।
এ পরিস্থিতি বিবেচনা করে ডাউন পেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ নগদে জমাদানপূর্বক ব্যাংকে আবেদন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।