ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলের ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

মামুনর রশীদ রাজু, ব্যুরো চিফ (খুলনা)

নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে বিমানটি অবতরণ করে। এর আগে দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে।

জানা গেছে, প্রশিক্ষণের সময় বিমানে ত্রুটি ধরা পড়ায় দ্রুত অবতরণ করা হয়েছে। প্রশিক্ষণ বিমানটি, যশোর সামরিক ঘাঁটি থেকে ছেড়ে আসার কিছু সময় পর নড়াইলের আকাশ সীমানায় থাকাকালীন সময়ে পাইলটরা বুঝতে পারেন বিমানে কোথাও সমস্যা হচ্ছে এবং দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন তারা।

এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলরুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলো বিমানটির পাইলটদের। বিমান বন্দর থেকে দ্রুত একটি হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় বিমানে থাকা সকল পাইলট নিরাপদে আছেন। নড়াইল ফায়ার সার্ভিস, পুলিশ, ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘটনাস্থলে পৌঁছেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উড়োজাহাজের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম উড়োজাহাজটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। উড়োজাহাজের কী ত্রুটি হয়েছিলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং বিমানটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
১২৬ বার পড়া হয়েছে

নড়াইলের ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

আপডেট সময় ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে বিমানটি অবতরণ করে। এর আগে দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে।

জানা গেছে, প্রশিক্ষণের সময় বিমানে ত্রুটি ধরা পড়ায় দ্রুত অবতরণ করা হয়েছে। প্রশিক্ষণ বিমানটি, যশোর সামরিক ঘাঁটি থেকে ছেড়ে আসার কিছু সময় পর নড়াইলের আকাশ সীমানায় থাকাকালীন সময়ে পাইলটরা বুঝতে পারেন বিমানে কোথাও সমস্যা হচ্ছে এবং দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন তারা।

এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলরুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলো বিমানটির পাইলটদের। বিমান বন্দর থেকে দ্রুত একটি হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় বিমানে থাকা সকল পাইলট নিরাপদে আছেন। নড়াইল ফায়ার সার্ভিস, পুলিশ, ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘটনাস্থলে পৌঁছেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উড়োজাহাজের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম উড়োজাহাজটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। উড়োজাহাজের কী ত্রুটি হয়েছিলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং বিমানটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।